অধ্যক্ষের বাণী
সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম।
উদ্দেশ্য না জেনে শিক্ষা দেওয়া আর গন্তব্য ছাড়া রওনা দেওয়া একই ব্যাপার। প্রতিটা পড়ার মাঝে কিছু না কিছু শেখার আছে। মুখস্থ করে এক পৃষ্ঠা লেখার থেকে নিজের চিন্তা থেকে একলাইন বুঝে লেখা অনেক ভালো। গাইড দেখে হুবহু মুখস্থ করে প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থীর থেকে নতুন কিছু উদ্ভাবন করার আশা করা যায় না। ভালো মন্দের পার্থক্য করার শিক্ষা শিশুদের দরকার। সত্য মিথ্যার পরিণতি তাদের জানা দরকার। দরকার অহংকার মুক্ত থাকার শিক্ষা। পিতা মাতা সহ বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করার শিক্ষা ও তাদের দিতে হবে। নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার শিক্ষা তাদের মধ্যে থাকতে হবে। শিশুদের চিন্তা ও মানসিকতার জগতকে প্রসারিত করতে হবে। এই সকল শিক্ষার বীজ বপন হয় পরিবার থেকে আর স্কুল সেই গুণগুলোকে লালনপালন করে দৃঢ় করে তোলে। এক্ষেত্রে ধর্মের শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণিতের উদ্দেশ্য উত্তর মেলানো নাহয়ে যেন হয় বাস্তব সমস্যার সমাধান। ইংরেজির উদ্দেশ্য শুধু গ্রামার শিখে অ+ পাওয়া নয়, ইংরেজি একটি ভাষা, পৃথিবীর সাথে যোগাযোগের মাধ্যম। শিক্ষার উদ্দেশ্য যেন শুধু ভালো প্রতিষ্ঠানে ভর্তি আর চাকুরী পাওয়া না হয়। শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে হবে।
শিশুদের সেই শিক্ষাই দেওয়ার উচিত যা তাদেরকে কুশিক্ষা থেকে বাঁচিয়ে রাখবে। একবিংশ শতাব্দী অনেক চ্যালেঞ্জিং, ভবিষ্যৎ শিক্ষা ও কর্ম হচ্ছে প্রযুক্তি নির্ভর। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমানে প্রযুক্তি জ্ঞানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তি জ্ঞানে এগিয়ে যাচ্ছে,সেখানে শিক্ষক ও অভিভাবক অনেক পিছিয়ে। যেমন আগুনের সঠিক ব্যবহার না করতে পারলে তা ক্ষতি বয়ে আনে, তেমন প্রযুক্তির সঠিক ব্যবহার না করতে পারলে ক্ষতি হবে এটা স্বাভাবিক। প্রযুক্তি যদি বর্তমান শিশুদের ক্ষুধা হয়, সঠিক খাবার বেছে দেওয়া শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব। তাদের ক্ষুধা মেটাতে না পারলে তারা অসৎ উপায়ে ক্ষুধা নিবারণ করবে। এর জন্য প্রথমেই শিক্ষক ও অভিভাবকদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে সঠিক দিক নির্দেশনা দিতে হবে। তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা আমাদের দায়িত্ব। নোবেল হোপ স্কুল সচেতন অভিভাবকের বিশ^স্ত প্রতিষ্ঠান । আসুন আপনার সন্তানকে মানুষ করে গড়ে তুলি, গড়ে তুলি সু-শিক্ষায়, গড়ে তুলি স্ব-শিক্ষায় আগামীর জন্য। ধন্যবাদ।
মোঃ হাসান আলি
অধ্যক্ষ
নোবেল হোপ স্কুল
সাদীপুর, দৌলতপুর, কুষ্টিয়া।