পরিচালকের বাণী
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
নোবেল হোপ স্কুল এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ব্যাক্তি জীবনে নৈতিক, মানসিক, সাংস্কৃতিক সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করা। সেই সঙ্গে শিক্ষার্থীদের মননে, কর্মে ও ব্যবহারিক জীবনে উদ্দীপনা সৃষ্টি করা। আর এ কাজে যারা নেতৃত্বে থাকবেন তাঁরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর, আমাদের শিক্ষকগণ। বাস্তবমুখী এবং আদর্শ মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে প্রয়োজন সর্বাধুনিক মানসম্পন্ন একটি নির্ভরশীল শিক্ষা প্রতিষ্ঠান। আমরা জানি, অনেক অভিভাবকগণ তাদের সন্তানদের ভর্তি নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন। কারণ, সবার প্রত্যাশা আমার সন্তান ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করবে এবং ভালো ফলাফল বয়ে আনবে। বাস্তবতা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক থাকলেও গুণগুত মানসম্পন আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার আয়োজন সব শিক্ষা প্রতিষ্ঠান করতে সক্ষম হয় না। কিন্তু নোবেল হোপ স্কুল শিক্ষা পরিবার এক্ষেত্রে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে আধুনিক সব প্রযুক্তি। মোটকথা, তাদেরকে আধুনিক মানসম্মত ও কর্মমূখী শিক্ষা প্রদান করে বিশ্বমানের উপযোগী করে গড়ে তুলতে হবে। ক্লাসে শিক্ষকগণ প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নিচ্ছেন। এ ছাড়া রয়েছে আধুনিক পাঠ পরিকল্পনা। মাল্টিমিডিয়া ক্লাসরুম। বাসায় বসে সন্তানের উপস্থিতির তথ্য, ডিজিটালাইজড রেজাল্ট, ঝগঝ অ্যালার্ট সিস্টেম। এসব আধুনিক প্রযুক্তি নিঃসন্দেহে একজন শিক্ষার্থীকে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। বাংলাদেশ সরকারের নিরক্ষরমুক্ত আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে আমরা বদ্ধপরিকর। যারা সর্বাধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাদের সকলকে স্বাগত জানাই নোবেল হোপ স্কুলে।
মোঃ হুমায়ুন কবির
পরিচালক
নোবেল হোপ স্কুল
সাদীপুর, দৌলতপুর, কুষ্টিয়া